Bengal Weather Update: শনিবার থেকে ৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা!
বিশেষ প্রতিনিধি : শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে পয়লা জুন শনিবার এই দিন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। গত রবিবার রেমল নামে ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টি হলেও মঙ্গলবার এবং বুধবার ছিল ভ্যাপসা গরম বৃষ্টিপাতের কোনো লক্ষণ দেখা যায়নি।
কলকাতা সংলগ্ন মানুষ সাধারণ মানুষ গরমে হাঁসফাঁস করছে এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১জুন শনিবার থেকে চার দিন বৃষ্টি চলবে। অর্থাৎ ভোট গণনার দিন মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য পয়লা জুন কলকাতার দুটি লোকসভা কেন্দ্র সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হবে।
আলিপুর আবহাওয়া দফতর বুধবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ওই দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দু’দিনই হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
Advertisement:
তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রচন্ড পরিমাণে গরম হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।