কলকাতা 

শেষ দফার ভোটের আগে শওকত মোল্লাকে তলব করল সিবিআই !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শেষ দফার ভোটের তিন দিন আগেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তবে সিবিআই সূত্রের খবর, এখনই হাজিরা দিতে যাচ্ছেন না শওকত। তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে সময় চেয়েছেন।

শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মর্মে মঙ্গলবার তাঁর কাছে সিবিআইয়ের চিঠিও গিয়েছিল। সিবিআই সূত্রের খবর, শওকত বুধবার হাজিরা দেননি। বদলে সিবিআইকে তিনি জানিয়েছেন, নির্বাচনের কারণে তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন। তাই ভোট মিটলে হাজিরা দেবেন। আগামী ৪ জুন ভোটের ফলাফল জানা যাবে। সে দিন পর্যন্ত সময় চেয়েছেন শওকত। যেখানকার পর্যবেক্ষক শওকত, সেই ভাঙড় বিধানসভা যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে। অন্য দিকে, তাঁর বিধানসভা ক্ষেত্র ক্যানিং পূর্ব পড়ে জয়নগর কেন্দ্রের মধ্যে।

Advertisement

কয়লাকাণ্ডে শওকতকে এর আগেও তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। বছর দুয়েক আগে তাঁকে ডাকা হয়েছিল। ২০২২ সালের মে মাসে প্রথম হাজিরা এড়ালেও জুনে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। ওই সময়ে কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করে সিবিআই। এমনকি, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা হয়েছিল। দু’বছর পর আবার শওকতকে ডাকল সিবিআই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ