দেশ 

নরেন্দ্র মোদি কেন নিজেকে ঈশ্বরের দূত বলেছেন তার ব্যাখ্যা দিলেন রাহুল! কী বললেন কংগ্রেস নেতা?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করেছিলেন তিনি বলেছিলেন পরমাত্মা আমাকে বিশেষ কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি। নরেন্দ্র মোদির এই বক্তব্যকে ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। বিরোধীরা নানাভাবে কটাক্ষ করতে থাকেন তারপরেও তিনি তার বক্তব্যে অটুট ছিলেন। কেন নরেন্দ্র মোদি নিজেকে ঈশ্বরের দূত বলেছিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে আজ রাহুল গান্ধী বিহারে বলেছেন আসলে তিনি তার অপকর্মকে ঢাকার জন্যই ঈশ্বরের দূত বলে দাবি করেছেন।

সোমবার পাটনার অদূরে বক্তিয়ারপুরের জনসভায় ভাষণ দিয়েছেন তিনি।সেই সভা থেকে রাহুল জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ভোটের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রী কেন নিজেকে ঈশ্বরের দূত বলছেন জানেন? আসলে প্রধানমন্ত্রী এখন থেকেই মুখ রক্ষার রাস্তা খুঁজছেন। তিনি জানেন, ভোটের পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গোয়েন্দারা তাঁর কাছে আদানি সম্পর্কে জানতে চাইবে। তিনি তখন বলবেন, আমি কিছু জানি না। পরমাত্মা আমাকে দিয়ে যা করানোর করিয়ে নিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, রাহুল গান্ধী বহুদিন ধরে দাবি করে আসছেন গৌতম আদানি, মুকেশ আম্বানিদের মতো ২০-২২জন শিল্পপতির প্রতি মোদী সরকার দরাজ। নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনে ওই ক’জন শিল্পপতি ফুলেফেঁপে উঠেছেন।

চারদিন আগে প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, জানি লোকে আমাকে পাগল বলবে। তবু বলছি, মা বেঁচে থাকা পর্যন্ত আমার মনে হত, জৈবিক উপায়ে আমার জন্ম হয়েছে। মা প্রয়াত হওয়ার পর আমার উপলব্ধি হল জৈবিক উপায়ে আমি জন্মাইনি। পরমাত্মা আমাকে বিশেষ কার্যসাধনের জন্য পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে ১৯৪৭-এ বিকশিত ভারতের কথাও বলেছেন।

মোদীর ওই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর থেকেই রাহুল তাঁকে এ নিয়ে আক্রমণ করা শুরু করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেস নেতার প্রশ্ন, আপনি যদি ঈশ্বরের দূতই হয়ে থাকবেন তাহলে কেন করোনায় মৃত্যু ঠেকাতে পারলেন না। কেন বেকার সমস্যার সমাধান, জিনিসপত্রের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ