জামিনের মেয়াদ আরো ৭ দিন বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ কেজরিওয়াল
বাংলার জনরব ডেস্ক : পয়লা জুন পর্যন্ত জামিনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী আটই জুন পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন আপনেতা। অর্থাৎ জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে তিনি আবেদনে জানিয়েছেন তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে এই কারণে তাকে আরো সাত দিন সময় দেওয়া হোক জেলের বাইরে থাকার।
আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গত একুশে মার্চ গ্রেফতার করেছিল ইডি। গত ১০ মে তিনি জামিন পান। লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাঁকে মুক্তি দিয়েছিল আদালত। ১ জুন সেই জামিনের মেয়াদ শেষ হচ্ছে। শর্ত অনুযায়ী, ২ জুন কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
১০ তারিখ শীর্ষ আদালত ২১ দিনের জন্য তাঁর জামিন মঞ্জুর করে। আদালত কেজরীকে অন্তর্বর্তী জামিন দিয়ে মন্তব্য করে, ‘‘কেজরী মার্চে গ্রেফতার হয়েছিলেন। তার আগে বা পরেও হতে পারতেন। ২১ দিন পর তিনি জেল খাটলে কোনও সমস্যা হবে না। ২ জুন ওঁকে আত্মসমর্পণ করতে হবে।’’
Advertisement:
জামিনের সঙ্গে সঙ্গে কেজরীকে বেশ কিছু শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই ২১ দিনে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর ভবন কিংবা সচিবালয়ে যেতে পারবেন না বলে জানানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে চলা মামলা নিয়ে কোথাও কোনও মন্তব্য করতেও নিষেধ করা হয়েছিল কেজরীকে। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে দলের হয়ে টানা প্রচার করেছেন তিনি। এখন দেখার বিষয় আপ সুপ্রিমোর এই আবেদন শীর্ষ আদালত মেনে নেয় কিনা।