কলকাতা 

তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিজ্ঞাপনকে অপমান জনক বলে অভিহিত করল সুপ্রিমকোর্ট, শীর্ষ আদালতেও ধাক্কা খেলো বিজেপি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজ্ঞাপনের নামে যে কুৎসা প্রচার করেছিল বিজেপি বিভিন্ন সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেলে তার প্রকাশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল। এমনকি নির্বাচন কমিশন সম্পর্কেও এ বিষয়ে হাইকোর্ট বিরূপ মন্তব্য করেছিল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিজেপি বিজ্ঞাপন মামলায় হেরে যাওয়ার পর পরবর্তীকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল সিঙ্গেল বেঞ্চের রায় খারিজের দাবি নিয়ে। ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে।

এরপর বিজেপি দল বিজ্ঞাপন প্রকাশের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে বিজেপির আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে দুই বিচারপতি এই ধরনের বিজ্ঞাপনকে অপমানজনক বলে মন্তব্য করেন। ফলে দেশের শীর্ষ আদালতে বড়সড়ো ধাক্কা খেলো বিজেপি।

Advertisement

সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তারা কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, তা প্রাথমিকভাবে ‘অপমানজনক’ বলে মনে করছে শীর্ষ আদালত। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চের পর্যবেক্ষণ এমনই।

কলকাতা হাইকোর্টের জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে এইরকম কোনও বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি। সেই রায়ও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি এই রায় দিয়ে বলেছেন, বিজ্ঞাপনগুলি দেখা হয়েছে এবং তা দেখে বলাই যায় সেগুলি অপমানজনক। তাই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বহাল রাখা হচ্ছে।

Advertisement;

বিজেপির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, কমিশন চাইলে আগেই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারত। তবে বিজেপির দাবি ছিল, বিজ্ঞাপন কাণ্ডে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল কমিশন। তাই আদর্শ আচরণবিধি থাকাকালীন কী ভাবে আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে, সেই প্রশ্ন তুলেছিল বিজেপি। যদিও সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েও তারা ধাক্কা খায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ