কলকাতা 

মেট্রো ট্রাকে জমে আছে জল যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নজিরবিহীন ঘটনা রক্ষণাবেক্ষণ কতটা খারাপ হলে যে মেট্রোরেলের লাইনে জল জমতে পারে সেই ঘটনার দেখা গেল গতকালের বৃষ্টিতে। ঘূর্ণিঝড় রে মালের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির প্রভাব দিয়ে পড়েছে মেট্রোতে। মেট্রো রেল তৈরি হওয়ার পর থেকে এই ঘটনা এর আগে ঘটেছে কিনা তা মনে করতে পারছে না নাগরিক সমাজ। আজ সোমবার সারাদিন ধরে বৃষ্টি হবে এবং দুর্যোগ চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

সপ্তাহের প্রথম দিন সোমবার মেট্রো-যাত্রীদের কাছে অভিশাপ বয়ে নিয়ে এলো। সকাল থেকেই মেট্রো চলাচল বন্ধ ছিল।জানা গেছে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমে গেছে দুর্যোগের কারণে। পার্ক স্ট্রিট স্টেশনের ভিতরও জমেছে জল। ফলে সকাল থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। পুরো মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

এমনিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এবং লাগাতার বৃষ্টির কারণে শহরের রাস্তায় বাস, অটো, ট্যাক্সির অভাব। সাধারণ অফিস যাত্রীরা যারা রাস্তায় বেরিয়েছেন তারা মেট্রোর ওপরই নির্ভর করছিলেন। কিন্তু সেখানেও পরিষেবা ব্যাহত হওয়ায় হয়রানি হচ্ছে তাঁদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার খবর মেলেনি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ