রবিবার ভোরে বারুইপুরে স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত এক, তদন্তে পুলিশ
বাংলার জনরব ডেস্ক : বারুইপুরের সাহাপুরের কাছে বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত ২। গুরুতর আহত হয়েছেন মহিলা কাবাডি খেলোয়াড় তাকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার খুব সকালে কি করে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে একটি স্কুটি চালিয়ে মথুরাপুরে কবাডি অনুশীলনে যাচ্ছিলেন তানিয়া খাতুন। কুরালি সাহাপুরের তানিয়ার স্কুটির সঙ্গে বারুইপুর থানা এলাকার রামনগর পেট্রল পাম্পের কাছে মুখোমুখি ধাক্কা লাগে একটি বাইকের। সেই বাইকে ছিলেন দুই ভাই ২৬ বছরের সাহারফ সর্দার এবং ২২ বছরের সারুফ সর্দার। পেশায় রাজমিস্ত্রি দুই ভাইয়ের বাড়ি ক্যানিং থানার তালদি রাজাপুরে। তীব্র গতিতে থাকায় মুখোমুখি সংঘর্ষের অভিঘাতে ছিটকে পড়েন দুই গাড়িরই তিন সওয়ারি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহারফ এবং সারুফের। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তানিয়াও।
বারুইপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসে তাঁদের উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তানিয়ার আঘাত গুরুতর। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।