কলকাতা 

বাংলাদেশের মংলা উপকূলে ঘূর্ণিঝড় রেমাল সময়ের আগেই আছড়ে পড়ার সম্ভাবনা! নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় রবিবার থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের দিকে ক্রমশ শক্তিশালী হয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা আছে পশ্চিমবাংলার দীঘা উপকূলে এবং সাগরদ্বীপ উপকূলে। আলিপুর আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে,ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। উত্তর বঙ্গোপসাগরে রেমালের গতিবেগ ঘণ্টায় প্রায় ১০৫ কিমি। রবিবার সকালে স্থলভাগের দিকে আরও ২০ কিমি এগিয়ে এসেছে।

এই মুহূর্তে দীঘা থেকে আর মাত্র ৩৯০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। একইভাবে সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

Advertisement

বাংলাদেশের মংলা উপকূলে রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । সেখান থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

শনিবার সন্ধ্যায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। সবকিছু ঠিক থাকলে রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিম দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে জানানো হয়েছিল। তবে যেহারে রেমাল নিজের শক্তি বাড়াচ্ছে তাতে সময়ের বেশ কিছুটা আগেই সেটি ল্যান্ডফল করতে পারে বলে মনে করছেন হাওয়া বিশেষজ্ঞরা।

ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের আগমনের জানান দিয়ে রবিবার সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গী ঝোড়ো হাওয়াও।

রেমালের দাপটে রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। একইভাবে অতি ভারী বৃষ্টি হবে সোমবারও।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। বিশেষত, দুই চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। বিদ্যুৎ দফতরের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ে ছিঁড়ে পড়া বা ঝুলে থাকা বিদ্যুতের তার অথবা ভেঙে বা হেলে পড়া বিদ্যুতের খুঁটিতে হাত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ