কলকাতা 

রাহুল ঘনিষ্ট কংগ্রেস সাংসদের এক সওয়ালেই মমতার মুখে হাসি ফুটল, স্থগিত বিজেপি-র রথযাত্রা ; মান বাঁচাল সরকারের

শেয়ার করুন
  • 302
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে যখন বিজেপি রথযাত্রা কর্মসূচি প্রায় তৈরি করে ফেলেছে ঠিক তখনই কংগ্রেসের এক সাংসদের সওয়ালে স্থগিত হয়ে গেল রথযাত্রা । শেষে বিজেপি কাছে মমতার সম্মান রক্ষা করলেন কংগ্রেস সাংসদ ও রাহুল গান্ধীর ঘনিষ্ট নেতা  অভিষেক মনু সিংভী । তিনি আজ  রাজ্য সরকারের আইনজীবী হিসেবে হাইকোর্টের ডিভিসন বেঞ্চে সওয়াল করেন । তাঁর উপস্থিতি যদিও বিজেপির আইনজীবী মেনে নিতে পারেননি । তবু তিনি প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শুধু একটি মাত্র আবেদন করে সিঙ্গল বেঞ্চের ভুল কোথায় তা ধরিয়ে দেন ।

তিনি সওয়াল করতে উঠে প্রধান বিচারপতি কাছে অভিযোগ করেন  রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ ও প্রশাসনের দেওয়া মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট গত বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী খুলেও দেখেননি।

Advertisement

অভিষেকের এমন মন্তব্যের পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, “বিচারপতি চক্রবর্তীর ওই খাম খুলে সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা উচিত ছিল। এই রায় তথ্য নির্ভর নয়”। ফলে যেহেতু ওই রিপোর্ট খতিয়ে দেখে রায় দেওয়া হয়নি, এই মামলা পুনরায় সিঙ্গল বেঞ্চের শুনানির জন্য পাঠানো হয়। একই সঙ্গে পুরনো রায়ে স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

স্বাভাবিক ভাবেই অভিষেক মনু সিঙ্ঘভির একটি যুক্তিকে মান্যতা দিয়েই এই মামলা ফের চলে গেল সিঙ্গল বেঞ্চে। তবে বিজেপির দাবি, ওই রিপোর্টের পুরোটাই কাল্পনিক এবং আশঙ্কা ভিত্তিক। ওই রিপোর্টের কোনো কপি বিজেপিকে দেওয়া হয়নি। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন স্পষ্টতই জানায়, বিজেপিকে ওই রিপোর্টের কপি দেওয়ার প্রয়োজনীয়তা নেই।


শেয়ার করুন
  • 302
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − five =