কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জন্মজয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি: কাজী নজরুল ইসলাম / আরেফা গোলদার

শেয়ার করুন

কাজী নজরুল ইসলাম

        আরেফা গোলদার

________________________

 

 

বিদ্রোহীতেই বেঁধেছি তোমায়

Advertisement

যদিও পড়ি চৈতী হাওয়া

মন ভেজানো গহীন প্রেম

সঞ্চিতা আর গোপন প্রিয়া।

এদেশ তোমায় রাখেনি ধরে

শোনেনি তোমার সাম্য বাণী

বৃন্ত আর কুসুম ছিঁড়ে

করেছে শুধু টানাটানি।

বাংলাদেশের জাতীয় কবি

আমরা দেখি তোমার নাম

দুখু তোমার জন্মভিটে

চুরুলিয়া পায়নি দাম।

তবুও তোমার উল্লাসে

অদম্য জেদ আর উচ্ছ্বাসে

কাজী কবি তুমি আছো

হৃদমাঝারে ক্যানভাসে।

এমনি করেই অযুত বছর

সাম্যবাদের কবি হয়ে

আমজনতায় মিশে থেকো

সর্বহারার গান গেয়ে।

✍️ আরেফা গোলদার

আজ কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী। কবির মৃত্যুর ৪৮ বছর পর এবং মৃত্যুর আগে তিনি অসুস্থ ছিলেন বেশ কয়েক দশক তারপরেও তাঁর কবিতা গান এবং প্রবন্ধ সমান ভাবে প্রাসঙ্গিক। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরেই যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি হলেন কাজী নজরুল ইসলাম। সাহিত্য সমালোচকরা তাঁকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু তিনি শুধু কি বিদ্রোহী কবি ছিলেন ? তাঁর কবিতায় যে প্রেম উথলে পড়েছে যে ভালবাসার কথা শোনা যায় তা অনেক প্রেমিক কবি কবিতার মধ্যে থাকে না। তাই তাকে প্রেমিক কবি বললেন অতুক্তি হবে না। তাঁর প্রথম প্রেমিকা নার্গিসকে নিয়ে লেখা কবিতা ও গানগুলি পর্যালোচনা করলেই আমরা দেখতে পাবো তার প্রেমিক সত্তাকে। আজ কবির ১২৫ তম জন্মজয়ন্তীতে খুব অল্প কথার মধ্যে শব্দের বন্ধনে ছন্দের অন্যতম জাদুকর জাত কবি আরেফা গোলদার ছন্দবদ্ধ কবিতা পাঠিয়েছেন আমাদেরকে। এই কবিতার মধ্য দিয়ে তিনি কবির প্রতিভার সম্পূর্ণ চিত্র শব্দ বন্ধন এর মধ্য দিয়ে যেভাবে প্রকাশ করেছেন আরেফা তা এক কথায় অনবদ্য। বাংলার জনরবের পাঠকদের দিকে লক্ষ্য রেখে আমরা তার অনুমতি না নিয়ে,এই কবিতাটি প্রকাশ করছি। আশা করি কবি এতে ক্ষুব্ধ হবেন না! 

বিনীত, সম্পাদক 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ