জেলা 

“জোড়া ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে শাহজাহানের বাপ” পূর্ব মেদিনীপুরে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য! কারা মারল এই পোস্টার?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল ২৫ শে মে এই রাজ্যের আটটি লোকসভা আসনে ভোট গ্রহণ হতে চলেছে। এই অবস্থায় প্রচার যখন বন্ধ ৪৮ ঘণ্টা আগে থেকে। ঠিক সেই সময় এক প্রকার সাম্প্রদায়িক প্রচার চালানো শুরু করেছে কিছু ব্যক্তি। ২৪ মে শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালি শাজাহান শেখের থেকে নামে এই পোস্টার। এই পোস্টারে লেখা হয়েছে,“মা-বোনেরা সাবধান। জোড়া ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে শাহজাহানের বাপ।” নিচে লেখা, “নাগরিকবৃন্দ”।ইঙ্গিতে বোঝানো হয়েছে, তৃণমূলকে ভোট দিলে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়। তৃণমূলের দাবি, ঘটনার নেপথ্যে বিজেপি।

এদিন সকালে এলাকার বাসিন্দারা এই পোস্টার দেখার পরই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। তৃণমূলের দাবি, বিজেপি নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে রাতের অন্ধকারে একাজ করেছে।

Advertisement

এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন, “রাজনৈতিকভাবে না পেরে কোথাও তৃণমূলের উপর হামলা করছে বিজেপি। আবার কোথাও পোষ্টার দিচ্ছে। বিজেপি বাংলা থেকে মুছে যাবে। ওদের পাশে মানুষ নেই। আর তৃণমূলের উন্নয়নের পাশে মানুষ রয়েছে।” কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “বিজেপি এসব কাজ করে না। বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে থাকে। রাতের অন্ধকারে কুৎসা ছড়ানোয় থাকে না। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

Advertisement:

প্রশ্ন উঠেছে এই ধরনের পোস্টারের বিরুদ্ধে নির্বাচন কমিশন সরব নয় কেন? এই ধরনের পোস্টার দিয়ে ভোট মেরুকরণের যে উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে কোন সন্দেহ নেই! কিন্তু কর্তৃপক্ষ উদাসীন দৃষ্টিভঙ্গির ফলে এ ধরনের কাজ করা সাহস পাচ্ছে কিছু ব্যক্তি বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ