দেশ গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর দায়িত্ব আপনাদের সকলের দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় বললেন সোনিয়া
বাংলার জনরব ডেস্ক : দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ আর পাঁচটা নির্বাচনের চেয়ে আলাদা। এই নির্বাচন দেশ গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াই।এই সন্ধিক্ষণে নাগরিক কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস নেত্রী ভিডিও বার্তায় বলেছেন, এই ব্যাপারে আপনাদেরও কর্তব্য আছে। আপনাদের একটি ভোটে ঠিক হবে দেশ রক্ষা হবে কিনা। গণতন্ত্র বাঁচবে কিনা।
সনিয়া আরও বলেছেন, বেকারদের চাকরি হবে কিনা, জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে লাগাম পরবে কি না সবই ঠিক হবে আপনার একটি ভোটের উপর। অনুগ্রহ করে এগুলি বিবেচনায় রেখে ভোট দিন। আগামী শনিবার দিল্লির সাতটি কেন্দ্রে ভোট। তার আগে বৃহস্পতিবার বিকালেই শেষ হচ্ছে প্রকাশ্য প্রচার। দিল্লিতে সাতটির তিনটিতে লড়াই করছে কংগ্রেস, চারটিতে আম আদমি পার্টি।
শারীরিক কারণে সনিয়া এবার জনসভায় অংশ নিচ্ছেন না। শুধু এ মাসের গোড়ায় রায়বেরলিতে গিয়েছিলেন রাহুল গান্ধীর মনোনয়ন পেশের দিন। টানা চারবার রায়বেরলির সাংসদ ছিলেন সনিয়া। এবার সেখানে প্রার্থী রাহুল। মনোনয়ন পেশের সময় পুত্রের পাশে থাকার পাশাপাশি সনিয়া সেদিন একটি জনসভায় ভাষণ দেন। রায়বেরলিবাসীর উদ্দেশে বলেন, ‘ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম।’ সেই মঞ্চ থেকেও দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত, এই বিষয়ে একাধিক সংবাদপত্রে কলমও ধরেছেন কংগ্রেস নেত্রী।
Advertisement:
বৃহস্পতিবারই দিল্লিতে জনসভা করেন রাহুল গান্ধী। আম আদমি পার্টি ও কংগ্রেসের যৌথ প্রচার সভায় রাহুল অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সবাইকে বোকা বানিয়ে দিয়েছেন। একই সময়ে হরিয়ানার পানীপতের সভায় প্রিয়ঙ্কা গান্ধী বলেন, ভারত কৃষি ও কৃষকের দেশ। ইন্দিরা গান্ধী তাই দেশে সবুজ বিপ্লব করেছিলেন। কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করতেন তিনি।