দেশ 

নাগরিকের কমপিউটারে নজরদারি কেন্দ্রের নজীরবিহীন নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব তৃণমূল –সিপিএম সহ রাজনৈতিক দল

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে একইসঙ্গে গর্জে ওঠেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনও।  ডেরেক টুইটারে লেখেন- আপনি যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন, এবার থেকে পড়তে শুরু করুন- স্নুপ, স্নুপ। এইভাবেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার, স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছেন, যে কোনও কম্পিউটারের উপর নজরদারি চালাতে পারবে কেন্দ্রের ১০ সংস্থা। এমনকী কমপিউটার বাজেয়াপ্ত করতে পারবে তারা। দেশের নিরাপত্তার খাতিরেই এই ধরনের সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement


এ নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা  করছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তিনি প্রশ্ন তোলেন, দেশের মানুষের সঙ্গে কি সরকার অপরাধীর মতো আচরণ করবে। ইয়েচুরি টুইট করেছেন, দেশের প্রত্যেকটি মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা একেবারেই অসাংবিধানিক। সেটাই করছে কেন্দ্রের সরকার।

আসাদউদ্দিন ওয়াইসি এদিন মোদী সরকারকে কটাক্ষ করে টুইট করেন। তিনি লেখেন- আমাদের জাতীয় সংস্থাগুলিকে আমাদের যোগাযোগের উপর নজরদারি চালানোর জন্য জন্য নরেন্দ্র মোদি সহজ সরকারী আদেশ ব্যবহার করেছেন। কে জানত যে তারা এই ‘ঘর ঘর মোদির’ কথা বলেছিলেন। এখন বোঝা গেল তাঁদের স্লোগানের অর্থ। এদিন মোদীকে জর্জ অরওয়েলের ‘বিগ ব্রাদার’-এর সঙ্গে তুলনা করেন। বলেন, ১৯৮৪ সাল স্বাগত।

এদিন মোদীর সরকারের কম্পিউটারে নজরদারি চালানো নিয়ে সরব হয় কংগ্রেস।


শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − five =