কলকাতা 

কমপিউটারে নজরদারির সিদ্ধান্তে গর্জে ওঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সরকার নাগরিকের কম্পিউটারে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।  কেন্দ্রের অধীনস্থ দশটি সংস্থা এই নজরদারী চালাবে বলে কেন্দ্র সরকার এক নির্দেশিকা জারি করে বলেছে । কেন্দ্রের এই নজীরবিহীন  সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে তার বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। এই মর্মে তিনি টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে জনমত দাবি করলেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ,কেন্দ্র যদি জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়ে থাকে , তাহলে কেন এতে সাধারণ মানুষ প্রভাবিত হবে। জাতীয় নিরাপত্তার রক্ষার জন্য কেন্দ্রের হাতে অনেক এজেন্সী আছে। সেইসব প্রয়োগ না করে, কেন সাধারণ মানুষের ভাঁড়ারের খবর জানতে চাইছে কেন্দ্র। এটা কি সাধারণ মানুষকে বিব্রত করা নয় ?

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে জানিয়েছেন  কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সকলের গর্জে ওঠা উচিত। তাই তিনি,কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে জনমত গঠন করার দাবি আবেদন করেন।

 

 


শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 − two =