আমি হিন্দু মুসলমান করি না : নরেন্দ্র মোদি
বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগেই মুসলমান সমাজকে কটাক্ষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে দেশের সম্পদ মুসলমানদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। আর গতকাল মঙ্গলবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন,”যদি আমি হিন্দু-মুসলিম করি, তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাব।” মোদি আরো বলেন, ”আমি ভোট ব্যাঙ্কের জন্য কাজ করি না। আমি বিশ্বাস করি সব কা সাথ, সব কা বিকাশে।”
মোদির মুখে উঠে আসে গুজরাট দাঙ্গার কথাও। তাঁকে বলতে শোনা যায়, ”আমার অনেক মুসলিম বন্ধু আছে। এবং ২০০২ সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমাদের পাড়ায় মুসলিম পরিবার থাকত। ইদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না। কারণ খাবার আসত আমাদের আশপাশের মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে। এমনকী আমাদের মহরমে তাজিয়া করতে শেখানো হয়েছিল।”
সেই সঙ্গেই তিনি দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। মোদিকে বলতে শোনা যায়, ”আমি স্তম্ভিত। কে বলল অনুপ্রবেশকারী আর বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানেই মুসলিমদের কথা বলা হচ্ছে? এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে। তারা নিজেদের সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না। আমি কখনও হিন্দু বা মুসলিমের নাম নিইনি। আমার কেবল আবেদন, আপনারা ততগুলিই সন্তানের জন্ম দিন যাদের আপনারা পালন করতে পারবেন।” এর পরই তিনি বলেন, ”আমি নিশ্চিত আমার দেশের মানুষ আমাকে ভোট দেবে। যেদিন হিন্দু-মুসলিম নিয়ে কথা বলা শুরু করব, সেদিন আর সামাজিক জীবনে থাকতে পারব না। আমি কখনই হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার প্রতিশ্রুতি।”
নরেন্দ্র মোদির এই ১০০ আশি ডিগ্রি ঘুরে যাওয়ার নেপথ্যে কি কারণ আছে তা নিয়ে ইতিমধ্যে রাজনীতিবিদরা গবেষণা শুরু করে দিয়েছেন। কারণ তিনি নিয়ম করে প্রতিটি নির্বাচনী সভায় সংখ্যালঘুর সমাজকে কটাক্ষ করছেন এ নিয়ে কোন সন্দেহ নেই। আসলে চার দফা নির্বাচন শেষে দেশ জুড়ে বিজেপির জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী 180 ডিগ্রি ঘুরে গেলেন বলে মনে করা হচ্ছে।