কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আদালতে আত্মসমর্পণ করলেন
বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা।
কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ২১ মে এই মামলার চার্জশিট পেশ করার কথা কেন্দ্রীয় তদন্ত সংস্থার। তার আগেই সিবিআই কোর্টে এসে আত্মসমর্পণ করেন লালা।
কয়লা কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা ও গ্রেফতারি এড়াতে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল, রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিবিআই কয়লা পাচারের তদন্ত করতে পারে না। লালার হয়ে পোড়খাওয়া আইনজীবী মুকুল রোহতগি তাঁকে গ্রেফতারি থেকে রক্ষার আর্জিও জানান। কিন্তু লালার গ্রেফতারি আটকাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের অবস্থান ছিল, এ বিষয়ে অনুপ ও সিবিআই, দু্’পক্ষের বক্তব্য শোনার পরেই রায় দেওয়া হবে। সিবিআই সূত্রের বক্তব্য, লালার সঙ্গে গরুপাচারে অভিযুক্ত এনামুল হকেরও বোঝাপড়া ছিল। কয়লা পাচারের সময় এনামুলের ‘সিন্ডিকেট’-এর সাহায্য নিত লালা। উত্তরবঙ্গ-সহ প্রতিবেশী রাজ্যগুলিতেও পাচার চলত। কয়েক মাস ধরেই লালার সন্ধানে সিবিআই তল্লাশি চালাচ্ছে। রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ-প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেল কর্তাদের একাংশেরও যোগাযোগ রয়েছে বলে সিবিআই দাবি করে।
তদন্তকারীদের দাবি, বেআইনি কয়লা পাচারের কালো টাকার লভ্যাংশের একটি মোটা অংশ হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।