কলকাতা 

সুমনকে গ্রেফতার করে কী চিটফান্ড কান্ডের রাঘব-বোয়ালদের আড়াল করা হচ্ছে প্রশ্ন সরদার আমজাদ আলীর

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার চিটফান্ড মামলায় প্রখ্যাত সাংবাদিক কলকাতা থেকে প্রকাশিত এক সর্বভারতীয় সংবাদপত্র গোষ্ঠীর বাংলা দৈনিকের সম্পাদক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই । বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ।

আজ দুপুরে বিধাননগরে  সি্বিআই অফিসে  তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য  ডাকা হয়েছিল। এর আগে চারবার ডাকা হয়েছিল তাঁকে। প্রথমবার আসার পর সিবিআই দপ্তরে বেশকিছু নথিপত্র জমা দেন তিনি। যদিও পরে তিনবার ডাকা হলেও তিনি এড়িয়ে যান। আজ ফের তাঁকে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

সূত্রের খবর, কাল সকালে তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। বিশেষ সুত্রে জানা গেছে , গতরাতে শহর ছাড়ছিলেন সুমন। তাঁকে দেশ ছাড়তে আগেই নিষেধ করেছিল সিবিআই। সূত্রে জানা গেছে, বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় তথ্য গোপন করছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আছে।

এদিকে , সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী বলেন , সুমনের গ্রেফতারি নিঃসন্দেহে দুভার্গ্য-জনক । তিনি একজন প্রথিতযশা সাংবাদিক । তবে তিনি প্রশ্ন তোলেন চিটফান্ড মামলায় রাজ্যের অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে । সেই তুলনায় সুমন তো কিছুই নয় । সুমনকে গ্রেফতার করে কী সিবিআই রাঘব-বোয়ালদের আড়াল করতে চাইছে ? সাধারণ মানুষের কষ্টের টাকা যারা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সিবিআই কবে পদক্ষেপ নেবে ?  প্রশ্ন তোলেন সরদার আমজাদ আলী ।


শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 − 1 =