কলকাতা 

রথযাত্রা নিয়ে ডিভিসন বেঞ্চে যাচ্ছে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ফের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে রাজ্য প্রশাসন। আগামী শুক্রবারই রাজ্য ফের আদালতে যেতে পারে বলে জানা গিয়েছে।

আজ বৃহস্পতিবার বিজেপির কর্মসূচিকে শর্তভিত্তিক অনুমোদন দেয় হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। সেখানে আরোপ করা শর্তগুলিকে মেনে নিয়েই বিজেপি নেতৃত্ব তাঁদের কর্মসূচির নির্ঘণ্ট তৈরি করছেন বলে জানা গিয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, তাঁদের এই কর্মসূচির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হতে পারে।

Advertisement

তবে এরই মধ্যে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে। ব্যাপারে বিশদে কিছু জানানো না হলেও রাজ্য প্রশাসন যে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে, সে বিষয়েও ইঙ্গিত মিলেছে। ঠিক কীসের ভিত্তিতে ফের আদালতমুখো হচ্ছে রাজ্য প্রশাসন?

সূত্রের খবর, বেশ কয়েকটি শর্ত আরোপ করে প্রশাসনিক ব্যাপারে দিক নির্দেশ করা হয়েছে ঠিক কথা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে বিজেপির উদ্দেশে আরও স্পষ্ট বার্তা পেতে চায় প্রশাসন। উল্লেখযোগ্য ভাবে দিন রায় ঘোষণার পর দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে বলেন, “আদালত নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করতে। প্রশাসনের পাশাপাশি আমরাও শৃঙ্খলা মেনে সব কিছু করব। তবে আমাদের দলের কর্মীসমর্থকরাও নিজের সুরক্ষিত রাখতে জানেন এমন মন্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায় ঝেড়ে ফেলার ইঙ্গিত পাওয়া যায় বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + thirteen =