কলকাতা 

প্রধানমন্ত্রী কে হবেন তা বিজেপি বিরোধী দলগুলি এক জোট হয়েই সিদ্ধান্ত নেবে ; এখনই বলা যাবে না কে হবেন প্রধানমন্ত্রী হবেন ? : মমতা

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ডিএমকে নেতা প্রয়াত করুণাকরনের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএমকে সভাপতি এম. কে স্টালিন বলেছিলেন , “দিল্লিতে প্রধানমন্ত্রী পদে নতুন কাউকে বসানো হোক। এই পদের জন্য তামিলনাড়ু থেকে রাহুল গান্ধির নাম প্রস্তাব করছি। ফ্যাসিস্ট মোদি সরকারকে হারানোর যোগ্যতা উনি অর্জন করেছেন। এই দেশকে আমারা বাঁচাব। রাহুল গান্ধি ও তাঁর প্রচেষ্টাকে মজবুত করতে আমরা কাজ করব।” এরপরেই তা নিয়ে দেশজুড়ে বির্তক শুরু হয় । বিশেষ করে বিজেপি বিরোধী দলগুলি রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে সবাই চায়নি । মায়াবতী ও অখিলেশ এর প্রকাশ্যে বিরোধিতা না করলে হাবে-ভাবে বুঝিয়ে দিয়েছেন স্টালিনের কথার সঙ্গে তারা একমত নয় ।

আজ বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন , “প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের সময় এখনই নয়। নির্বাচন আসতে দিন। আমরা সবাই একজোট হয়ে কাজ করব। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা বিজেপি বিরোধী জোটের দলগুলি একজোট হয়ে নেবে।”

Advertisement

উল্লেখ্য, পাঁচরাজ্যের নির্বাচনে তিন রাজ্যে বিজেপি ধরাশায়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এটা আমাদের জয়।” জয়ের কৃতিত্ব কার্যত কংগ্রেসকে একা দিতে চাননি তিনি। এমনকী রাহুল গান্ধির নামও মুখে আনেননি একবারের জন্যও। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে স্ট্যালিনের মন্তব্যকে যে তিনি সমর্থন করছেন না আজ নবান্নে তা একপ্রকার বুঝিয়ে দিলেন মমতা।


শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × one =