কলকাতা 

দেশের সেরা মুখ্যমন্ত্রীর সম্মান পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ; গ্রামোন্নয়নে পাঁচটি বিভাগে বাংলা সেরা হয়েছে , শহরোন্নয়নেও সেরা

শেয়ার করুন
  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাজের নিরিখে আবার দেশের সেরা মুখ্যমন্ত্রীর সম্মান  পেলেন   মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর স্কচ গ্রূপ সরকার পরিচালনার নিরিখে এবং বিভিন্ন দফতরের সাফল্য বিচার করে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হারিয়ে  চিফ মিনিস্টার অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সরকার পরিচালনা সুস্থ প্রশাসন , জনসংযোগ , সংস্কৃতি, অর্থনীতি, শহর ও গ্রামোন্নয়নের কাজ করেছে এমন সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করেছে স্কচ গ্রূপ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ মিনিস্টার অব দ্য ইয়ার হওয়ার কথা স্কচ গ্রূপ  টুইট করে জানিয়েছে। অপুষ্টি দূরীকরণে বাঁকুড়ার জেলা প্রশাসন  ভালো ফল করেছে, অ্যাওয়ার্ড বিভাগে সোনা পেয়েছে। পূর্ব বর্ধমান, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ির জেলা প্রশাসন দারুণ ফল করেছে। শিক্ষা ও স্বাস্থক্ষেত্রেও স্কচ পুরস্কার পেয়েছে বাংলা।

সরকারি ফেয়ার প্রাইস ডায়গনস্টিক সেন্টার মনিটরিং সিস্টেমও গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম স্কচ বিভাগে পুরস্কৃত হয়েছে। পাশাপাশি গ্রামোন্নয়নে পাঁচটি বিভাগে বাংলা সেরা হয়েছে। শহরোন্নয়নেও পুরস্কার এসেছে। এছাড়া সেচ, বিদ্যুৎ, অর্থ সব বিভাগেই বাংলা কোনও না কোনও পুরস্কার পেয়েছে।

Advertisement

শেয়ার করুন
  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 5 =