দেশ 

পাখির চোখ লোকসভা নির্বাচন : সংগঠন সাজাতে বুথস্তরে কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন অমিত শাহ

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর লোকসভা নির্বাচনে জিততে এবার মাঠে নামলেন অমিত শাহ । আর তাই এবার সংগঠনের নিচুস্তর পর্যন্ত নজরদারি চালাতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।সেই কারণেই আগামী রবিবার তিনি বৈঠকে বসছেন দলের বুথস্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠক হবে। সেখানে ডাকা হয়েছে বিজেপির দিল্লি সংগঠনের বুথস্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের।

দিল্লিতে ১৩ হাজার ৮১৬টি বুথ রয়েছে। ওই বুথগুলির জন্য বিজেপির তরফে ১২ হাজার বুথ সভাপতি রয়েছেন। তাঁদের প্রত্যেককেই রবিবারের বৈঠকে ডাকা হয়েছে। দলীয় নেতৃত্বের তরফে সকলকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া যাচ্ছে। সকলের উপস্থিতি যাচাই করতে প্রত্যেককে ইতিমধ্যেই বারকোড দেওয়া পরিচয়পত্রও দেওয়া হয়েছে। ওই পরিচয়পত্র স্ক্যান করিয়েই তাঁদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Advertisement

বিজেপির বুথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ধরমবীর সিং জানিয়েছেন, এর আগে জেলা তার নিচুস্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। কিন্তু কোনও রাজ্যের সমস্ত বুথ সভাপতিদের সঙ্গে কখনও বৈঠক করেননি। এই প্রথম তিনি এই কাজ করবেন।

তাঁর কথায়, ওই বৈঠকে শুধু অমিত শাহ বলবেন আর নেতারা শুনবেন, এমন নয়। বরং চাইলেই বুথস্তরের কর্মীরা দলের সর্বভারতীয় সভাপতির সামনে নিজেদের পরামর্শগুলি পেশ করতে পারবেন।ওই বৈঠকে দলের নয়াদিল্লির সভাপতি মনোজ তিওয়ারিসহ দলের শীর্ষস্তরের একাধিক নেতা উপস্থিত থাকবেন।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − 6 =