কলকাতা 

জয়ী তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সংবর্ধনা দেবে প্রদেশ কংগ্রেস, আসতে পারেন রাহুলও

শেয়ার করুন
  • 89
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় আসায় দেশজুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে । সেই উচ্ছ্বাস থেকে বঞ্চিত নয় বাংলাও । এখানকার কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে । আর সেই আনন্দ ও কংগ্রেস কর্মীদের আরও উজ্জীবিত করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তিন রাজ্যের কংগ্রেসী মুখ্যমন্ত্রীদের কলকাতায় সংবর্ধনা সভার আয়োজন করতে চলেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে ।

এই সংবর্ধনায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও আলাদা করে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস । আগামী ২০/২১ তারিখ প্রদেশ সভাপতি সোমেন মিত্রের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । ওই বৈঠকে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হবে । রাহুলের সময় পাওয়ার পরই তিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীদের কলকাতায় এনে সংবর্ধনা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে ।

Advertisement

এদিকে , রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আবদুল মান্নানকে আমন্ত্রণ জানিয়েছিলেন । সোমেন মিত্র যেতে না পারলেও আবদুল মান্নান, অমিতাভ চক্রবর্তী ও সন্তোষ পাঠক ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন । সংবাদে প্রকাশে সেখানে বিরোধী দলনেতা আবদুল মান্নানকে রাহুল গান্ধী সরাসরি প্রশ্ন করেন , বাংলায় কী হবে ?  এই প্রশ্নে খানিকটা ঘাবড়ে যান আবদুল মান্নান । সেই সময় সুযোগ বুঝে মান্নান সাহেব জানিয়ে দেন ,তারা তিন রাজ্যে মুখ্যমন্ত্রীকে কলকাতায় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেইসভা তাঁকে আমন্ত্রনও জানান । তখন রাহুল গান্ধী বলেন , আপনারা ঠিক করুন , দেখি আমি কী করতে পারি ।

বিশেষ সূত্রে জানা গেছে , প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই সপ্তাহে দিল্লি যাওয়ার পরই পরবর্তী কর্মসূচী ঠিক হবে । জানা গেছে , আগামী লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট করা হবে কিনা ,বা  একা লড়বে কংগ্রেস তা নিয়ে মূলত রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করবেন সোমেন মিত্র ।

 

 

 

 


শেয়ার করুন
  • 89
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 7 =