কলকাতা 

দিলীপ –মুকুলকে জরুরি তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দিলীপ ঘোষ ও মুকুল রায়কে জরুরি ভিত্তি দিল্লিতে তলব করেছেন বিজেপির  কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে অমিত শাহের নির্দেশ এক উচ্চ পর্যায়ের বৈঠক হবে । সেই বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দলের সাধারণ সম্পাদক(সংগঠন) শিবপ্রকাশ। এছাড়াও থাকবেন সাধারণ সম্পাদক ও রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন।

বিজেপি সূত্রে খবর, আগামীকালের বৈঠকে লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, বৈঠকে আলোচনা হতে পারে রথযাত্রা নিয়েও। আগামীদিনে রাজ্যে দলের আন্দোলনের চূড়ান্ত রূপরেখাও তৈরি হতে পারে এই বৈঠকে।

Advertisement

আজ রথযাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “রথযাত্রা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আজ হাইকোর্টে মামলা করা হয়েছে। আগামীকাল শুনানি। কোর্টের উপর আমাদের আস্থা রয়েছে। আমাদের লক্ষ্য রাজ্যের গণতন্ত্রের চেহারাটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরা।”  তিনি আরও বলেন, “যেখানে অনুমতি পাচ্ছি সেখানে সভা করছি। যেখানে অনুমতি পাওয়া যাচ্ছে না, সেখানে আইন অমান্য করে সভা করা হবে।”


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 10 =