কলকাতা 

চাকরি পরীক্ষায় আবার হাইটেক নকলের অভিযোগ , গ্রেফতার ৫০

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : চাকরি পরীক্ষায় আবার হাইটেক নকলের অভিযোগ উঠল। এবার জুডিশিয়াল ক্লার্কশিপ পরীক্ষায়। মোবাইল ব্যবহার করে উত্তরপত্র লেখার অভিযোগে কলকাতার বিভিন্ন থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে। চক্রের পান্ডাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

গতকাল ছিল জুডিশিয়াল ক্লার্কশিপের পরীক্ষা। সেই পরীক্ষায় কয়েকজন পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয়। সাউথ সিটি কলেজে সাত পরীক্ষার্থীকে দেখেই প্রথম সন্দেহ হয়। পুলিশ সূত্রে খবর, তাদের আটক করে তল্লাশি চালাতে ফাঁস হয়ে যায় সবকিছু। দেখা যায়, তারা মোবাইল ফোন নিয়ে পরীক্ষায় বসেছিল। কানে লাগানো ছিল কর্ডলেস মাইক্রো ইয়ারফোন। কোনও একটি নির্দিষ্ট জায়গা থেকে ব্রডকাস্টিংয়ের মাধ্যমে আসছিল উত্তর। দেখা যায়, শুধু সাউথ সিটি কলেজ নয়, কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি।

Advertisement

তারপরই রবীন্দ্র সরোবর থানা থেকে সাত পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। গড়িয়াহাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ১৩ জনকে। যাদবপুর, বেহালা, পর্ণশ্রী, ভবানীপুর সহ একাধিক থানা থেকে গ্রেপ্তার করা হয় মোট ৫০ জনকে।

দেখা যায়, এই পরীক্ষার্থীরা বেশিরভাগই নদিয়া এবং মুর্শিদাবাদের বাসিন্দা। যোগসূত্র পেয়ে যায় পুলিশ। পুলিশের অনুমান, নদিয়া থেকে অপারেট করা হচ্ছিল এই চক্র।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + twenty =