দেশ 

কংগ্রেস রাফাল ইস্যুতে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং দেশের সুরক্ষা নিয়ে খেলা করছে অভিযোগ স্মৃতি ইরানির

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস রাফাল ইস্যুতে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং দেশের সুরক্ষা নিয়ে খেলা করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাফাল নিয়ে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় বায়ুসেনার মধ্যে যে আলোচনা হয়েছে এবং রাফালের দাম নিয়ে কংগ্রেস সভাপতি ক্রমাগত  মিথ্যা বলছেন।

বিভিন্ন সভায় রাফালের বিভিন্ন দাম উল্লেখ করছেন বলেও তার আরও অভিযোগ। মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার রাফালের দাম ও আলাপ আলোচনা নিয়ে যাবতীয় তথ্য আদালতে পেশ করেছে। সব তথ্য খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট কংগ্রেসের যাবতীয় মিথ্যা অভিযোগ খারিজ করেছে। পাশাপাশি সব ধরনের সাংবিধানিক ও প্রশাসনিক পদ্ধতি মেনেই রাফাল চুক্তি হয়েছে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। বিজেপি এই রায়কে স্বাগত জানিয়েছে।

Advertisement

শ্রীমতি ইরানি বলেন, ইউপিএ সরকারের তুলনায় বর্তমান এনডিএ সরকারেরর আমলে  অনেক কম দামে রাফাল চুক্তি হয়েছে। তিনি আরও বলেন,  কংগ্রেস দেশের সুরক্ষা চায় না। তাই প্রতিবেশি দেশগুলি শক্তি বৃদ্ধি করলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাফাল বিমান কেনেনি। বর্তমানে কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং বায়ুসেনার আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। কার অনুপ্রেরণায় কংগ্রেস সভাপতি এই চক্রান্ত করছেন, শ্রীমতি ইরানি সে বিষয়ে প্রশ্ন তোলেন।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + 3 =