কলকাতা 

বাংলায় গণতন্ত্রের কন্ঠ রোধ করা হচ্ছে : স্মৃতি ইরানি

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য বিজেপির প্রস্তাবিত গণতন্ত্র বাঁচাও যাত্রায় রাজ্য সরকার অনুমোদন না দেওয়ায় দলের নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সরকারের সমালোচনা করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গণতন্ত্রের সমর্থনেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্নভাবে গণতন্ত্র যাত্রা করতে রাজ্য প্রশাসনের অনুমোদন চাওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন,  রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় প্রমানিত হয়েছে রাজ্যে গণতন্ত্রের কন্ঠ রোধ করা হচ্ছে।

শ্রীমতি ইরানি জানান, বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। তবে এই গণতন্ত্র যাত্রার বিষয়ে তিনি আশাবাদী।  এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, গণতন্ত্র যাত্রার অনুমোদনের জন্য আজ আবার হাইকোর্টে আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন গ্রহন করেছে। তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপি বিভিন্ন জায়গায় সভা করবে। সভার অনুমতি না দেওয়া হলে আইন অমান্য করা হবে।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − thirteen =