দেশ 

শপথ নিয়েই রাহুলের প্রতিশ্রুতির বাস্তবায়ন , দু লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করলেন কমলনাথ ; কংগ্রেস যা বলে তা করে প্রতিক্রিয়া সোমেনের

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মধ্যপ্রদেশের কৃষকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষি ঋণ মুকুবের । মধ্যপ্রদেশের কৃষকরা কংগ্রেসকে ক্ষমতায় এনেছে । সোমবার বিকেলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কমলনাথ কয়েক ঘন্টা মধ্যে সরকারি নোটিফিকেশন জারি করে দু লাখ টাকা পর্যন্ত কৃষি  ঋণ মকুব করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল মধ্যপ্রদেশ সরকার । উল্লেখ্য , মধ্যপ্রদেশে কৃষক অসন্তোষ এবারের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু ছিল । কৃষকদের মূল দাবি ছিল কৃষি  ঋণ মকুব করার । এই দাবিতে বিশাল মিছিলও হয়েছিল মধ্যপ্রদেশে । তারপরেও কৃষি  ঋণ মকুব করেনি বিজেপি সরকার । আর এই সুযোগকে কাজে লাগিয়ে কংগ্রেস দল নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে তারা কৃষি ঋণ মকুব করে দেবেন ।

নির্বাচনের ফল বের হওয়ার দিন সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীকে সাংবাদিকরা মনে করিয়ে দেন তিনি মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে কৃষি ঋণ মকুব করার কথা বলেছিলেন । তখন রাহুল গান্ধী সাংবাদিকদের বলেছিলেন শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই কৃষি ঋণ মকুব করে দেওয়া হবে । আর কমলনাথ শপথ নেওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যে প্রতিশ্রুতি পূরণ করলেন । অথচ ২০১৪ সালে মোদী নির্বাচনী প্রচারে ‘ আচ্ছে দিন ‘ উপহার দেশবাসীকে দেবেন বলে কথা দিয়েছিলেন । তিনি কী সে কথা রাখতে পেরেছেন ? দেশবাসী এর জবাব দেবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে ।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , কমলনাথ যা করেছেন তা রাহুল গান্ধীর নির্দেশ মতই করেছেন । আসলে কংগ্রেস যা বলে তা জনস্বার্থে বাস্তবায়ন করে । কৃষকদের পাশে কংগ্রেস ছিল এবং থাকবে ।


শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + two =