কলকাতা 

নদীয়ায় শিক্ষক নিগ্রহের নিন্দা করে শিক্ষামন্ত্রীর উপর দায় চাপালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

শেয়ার করুন
  • 260
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : নদীয়া জেলার গয়েশপুরে প্রাথমিক শিক্ষকদের উপর দুস্কৃতি হামলার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি বাংলার জনরবকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন , মা-মাটি মানুষের সরকারের আমলে সবাইকে এরা অমানুষের পর্যায় ফেলে বিচার করে । শিক্ষকরা সমাজের সম্পদ এটা সবাই মানলেও এই সরকারের প্রশাসন সেই মান্যতা দেয়নি । দিনে-দুপুরে যেমন দুস্কৃতিরাজ রাজ্যজুড়ে চলছে তা থেকে শিক্ষকরাও মুক্ত নন । এটা আমাদের রাজ্যে সংস্কৃতিতে ছিল না । এই নব্য সংস্কৃতির জন্ম দিলেন বর্তমান সরকার । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন , বাংলার সংস্কৃতি নিয়ে বড় কথা বলা হচ্ছে অথচ শিক্ষকরা গনতান্ত্রিক পরিবেশের মধ্যে সভা করতে পারছেন না । সরকারি কর্মচারিরা তাদের নায্য দাবিতে আন্দোলন করলে কিংবা মুখ খুললে তাদেরকে বদলী করে দেওয়া হচ্ছে । এই আমাদের রাজ্যের সংস্কৃতি ।

বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন , রাজ্যে একটা শিক্ষা দপ্তর আছে ; সেই দপ্তরের একজন মন্ত্রী আছেন । তিনি হলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী । অথচ শিক্ষকদের উপর হামলা হচ্ছে তিনি নির্বাক । শিক্ষকের যদি নিরাপত্তা সরকার দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি জোর দিয়েই বলেন , নদীয়ার গয়েশপুরে দিনে-দুপুরে শিক্ষকদের সভায় যারা হামলা চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , শিক্ষকদের উপর হামলার দায় শুধু প্রশাসনের নয় , শিক্ষামন্ত্রীকেও নিতে হবে । যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিরাপত্তা দিতে পারে না ; সেই শিক্ষামন্ত্রীর আমলে শিক্ষার হাল কোথায় যে পৌছেছে তা সহজেয় অনুমেয় ।

Advertisement

শেয়ার করুন
  • 260
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + three =