কলকাতা 

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করল উস্তি ইউনাইটেড ; হামলাকারীদের গ্রেফতারের দাবির সঙ্গে সঙ্গে , সরকার পরিবর্তন ডাক দিল শিক্ষকরা

শেয়ার করুন
  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রবিবার ছুটির দিনেও কলকাতা আবার কল্লোলিত হল শিক্ষকদের প্রতিবাদ মিছিলে । কয়েক হাজার প্রাথমিক শিক্ষক । শনিবার নদীয়ার গয়েশপুরের বেতন বৃদ্ধির দাবিতে উস্তি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসেসিয়েশনের সদস্যরা মিটিং করছিলেন । এই মিটিং চলাকালীন সময়ে কয়েক জন দুস্কৃতি শিক্ষকদের উপর হামলা করে বলে অভিযোগ । তারই পরিপ্রেক্ষিতে মাত্র ২৪ ঘন্টার মধ্যে কলকাতায় মিছিল করে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় । আজকের মিছিলে অরাজনৈতিক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসেসিয়েশনের সদস্যরা ছাড়াও অন্যান্যরা সংগঠনও উপস্থিত ছিল।

উল্লেখ্য সংবাদ সংস্থার খবর অনুযায়ী ,গতকাল শনিবার নদীয়ার কল্যানীর গয়েসপুরের এক স্কুলে পিআরটি স্কেলের দাবিতে আন্দোলনরত উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের সদস্যদের মিটিং চলাকালীন সময়ে তাঁদের উপর অতর্কিত হামলা হয় । সেখানে কয়েকজন বন্দুকধারী দুষ্কৃতি   উপস্থিত হয় । তারা  হুমকি দেয় ‘সরকার বিরোধী’ আন্দোলন বন্ধ করার জন্যে।  উপস্থিত শিক্ষকরা বোঝানোর চেষ্টা করেন তাঁরা সরকার বিরোধী আন্দোলন করছেন না, তাঁরা শুধু ন্যাহ্য প্রাপ্যের দাবিতে অরাজনৈতিক ভাবে লড়ছেন। এই শুনে দুষ্কৃতিরা পিস্তলের বাট দিয়ে কয়েক জন শিক্ষকের মাথায় আঘাত করেন, আহত শিক্ষকদের পাশাপাশি আছেন এক শিক্ষিকাও বলে অভিযোগ।  এই ঘটনার প্রতিবাদে রবিবার ছুটির দিনে কলকাতায় এই সংগঠনের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয় ।

Advertisement

রবিবারের মহামিছিল শেষে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পৃথা বিশ্বাস বলেন , শিক্ষকদের উপর হামলা কোনো সভ্য দেশ সমর্থন করে না । কিন্ত দুঃখের বিষয় হল শিক্ষকদের উপর হামলার ২৪ ঘন্টার বেশি সময় চলে যাওয়ার পরও কাউকে গ্রেফতার করা হয়নি । অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন সংগঠনের সম্পাদক পৃথা বিশ্বাস ।

এদিন শিক্ষকদের পক্ষ দাবি করা হয়েছে যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার আন্দোলন কোনোভাবে দমানো যাবে না । প্রয়োজন হল সরকার পরিবর্তনেরও ডাক দেবে শিক্ষকরা ।

 

 

 


শেয়ার করুন
  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + eighteen =