Featured Video Play Iconকলকাতা 

“ এডুকেয়ার “-এর ২৫তম প্রতিষ্ঠা দিবসে ক্ষুদে শিক্ষার্থীদের নাচ-গানের জমজমাট অনুষ্ঠান

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : “ এডুকেয়ার “ মন্টেসরি অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল হাঁটি হাঁটি পা পা করে ২৫ বছরে পা দিল । আর এই ২৫ বছর উপলক্ষে ১৫ ডিসেম্বর শনিবার কলাকুঞ্জে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নাচ-গান -অভিনয় উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মন কেড়ে নিয়েছে । এদিনের অনুষ্ঠানের সূচনা থেকে ছাত্র-ছাত্রীদের দক্ষতা সকলের নজর কেড়েছে । প্রথমে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় ।

এদিন এডুকেয়ার -এর অধ্যক্ষ খুব সংক্ষেপে সংস্থার ২৫ বছরের ইতিহাস তুলে ধরেন । তারপর বক্তব্য রাখতে গিয়ে এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি এপেজি স্কুলের অধ্যক্ষ রীতা চ্যাটার্জি বলেন , শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর । রাস্তায় যেমন অনেক পাথর পড়ে থাকে ঠিকই সেগুলিকে একটু ঘষে-মেজে নিলে তা চকচকে এবং ভালো ভালো কাজে  ওই পাথরকে ব্যবহার করা যায় ।

Advertisement

আমাদের শিক্ষকরা ঠিক এভাবে শিক্ষার্থীদের গড়ে তোলেন  বলে রীতা দেবী মন্তব্য করেন । এরপরেই শুরু হয় এডুকেয়ারের শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান । নাচ-গানের পাশাপাশি ফ্যাসন শো শ্রোতা দর্শকদের আর্কষণ করে সবচেয়ে বেশি । সুস্থ সংস্কৃতির প্রসারে এডুকেয়ারের এই উদ্যোগ প্রশংসনীয় ।


শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + five =