কলকাতা 

প্রধান বিচারপতির বেঞ্চেই আগামীকাল শুনানি হবে, আশায় বুক বাঁধছে চাকরিহারারা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক  : ২৫,৭৫৩ স্কুল শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়, আগামী সোমবার (২৯ এপ্রিল) এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে এই মামলা।

প্রধান বিচারপতির বেঞ্চ মামলা শুনতে রাজি হওয়ায় খুশির হাওয়া দেখা দিয়েছে চাকরিহারাদের মধ্যে। তারা মনে করছে প্রধান বিচারপতি অবশ্যই তাদের প্রতি সুবিচার করবেন।  উল্লেখ্য,হাই কোর্টের চাকরি বাতিলের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হতে পারে।

Advertisement

প্রসঙ্গত, মামলা দায়েরের পর সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছিল, মামলার শুনানির দিন স্থির হয়েছে আগামী ৩ মে। কিন্তু কোন বিচারপতির বেঞ্চ সেই মামলা শুনবে তা জানানো হয়নি। মামলাকারী পক্ষ চেয়েছিল, মামলার শুনানি যেন হয় প্রধান বিচারপতির বেঞ্চেই। শনিবার দেখা গেল, এগিয়ে এসেছে মামলার শুনানির দিন। সোমবার বেলা ১২টা থেকেই শুনানি শুরু হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ