কলকাতা 

আমজাদ সাহেব শুধু রাজনীতিবিদ বা লেখক নন, ভাল কবিও

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সরদার আমজাদ আলী কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী কিংবা রাজনীতিবিদ নন একই সঙ্গে তিনি বড় মাপের লেখক । রাজনীতির সমালোচক , সাহিত্যিক একই সঙ্গে তিনি কবিও । এটা খুব কম লোকই জানেন । কলকাতা প্রেস ক্লাবে তাঁর প্রথম গ্রন্থ উদ্বোধন অনুষ্ঠানেই এই গোপন কথাটি প্রকাশ করেদিলেন । আর এক সাহিত্য সমালোচক পারমিতা ভৌমিক । তিনি বললেন , রাজনীতি কিংবা আইনি পেশার বাইরে গিয়ে আপাত গাম্ভীর্যের মানুষ আমজাদদের মধ্যে রসবোধ তীব্র রয়েছে । তিনি যেমন নিরস গদ্যকে সরস গদ্যে পরিণত করতে পারেন তেমনি তিনিই পারেন অসাধারণ কবিতা লিখতে । সেই কবিতায় থাকে প্রেম , থাকে ভালবাসার কথা আবার একই সঙ্গে থাকে সমাজের যন্ত্রণার কথা , সমস্যার কথা । তাঁর লেখনিতে বারবার ধরা পড়েছে ।

পারমিতা দেবী আরও বলেন, আমজাদদা শুধু রাজনীতির কচকচানির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি ; তিনি একই সঙ্গে সাহিত্য চর্চাকে সমানভাবে গুরুত্ব দিয়ে চলেছেন । তাঁর কবিতা এখনও যেকোন মানুষকে নাড়া দেবে । এই গোপন কথা কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ হওয়ার পর শ্রোতাদের অনুরোধে শেষ পর্যন্ত আমজাদ সাহেবকে কবিতা পড়তে । সেই কবিতার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান । কবিতার অনুরণনের মধ্য দিয়ে তাঁর প্রতিভার প্রকৃত স্বরুপ প্রকাশ হয়ে পড়ল । গাম্ভীর্যের মোড়েকে থাকা বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবী সরদার আমজাদ আলী সত্যিই আলাদা মানুষ । অনন্য প্রতিভার অধিকারী এই মানুষটি হলেন বাঙালি মুসলিম সমাজের অভিজাত্যের শেষ মরুদ্যান।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + twenty =