আমডাঙায় তৃণমূল নেতাকে পুলিশের বেধড়ক মার! রাস্তা অবরোধ অস্বস্তিতে তৃণমূল
বিশেষ প্রতিনিধি : তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন আমডাঙার শ্রমিক সংগঠনের তৃণমূলের নেতা মোস্তাক আহমেদ মন্ডল। জানা গেছে গতকাল মোস্তাক আহমেদ মন্ডল একটি চা দোকানে বসে চা খাচ্ছিলেন ঠিক সেই সময় এক ব্যক্তিকে পুলিশ অহেতুক হেনস্থা করছিল। এটা দেখে মোস্তাক আহমেদ মন্ডল পুলিশকে গিয়ে এ বিষয়ে জানতে চান তখন নাকি পুলিশ মোস্তাককেই বেধড়ক মারধর করে। তৃণমূল শাসিত পুলিশ তৃণমূল নেতাকেই মারধর করছেন এটা এক নজিরবিহীন ঘটনা তাও আবার ভোটের সময়।
এরপরই মোস্তাক আহমেদ মন্ডলের অনুগামীরা রাস্তা অবরোধ শুরু করে দেয় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে। পুলিশ এমনভাবে মোস্তাক আহমেদকে মেরেছে যে তার একটা হাত ভেঙে গেছে বলে অভিযোগ ঘটনার খবর পাওয়ার পরে পরেই এলাকায় ছুটে যান স্থানীয় বিধায়ক রাফিকুর রহমান এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও মন্ত্রী পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের একান্ত অনুরোধ তুলতে রাজি হয়নি মোস্তাকের অনুগামীরা। তাদের অভিযোগ আমডাঙার বিধায়ক রাফিপুর রহমান বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে গোপনে কাজ করছে এর বিরোধিতা করার জন্যই মোস্তাককে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। অবিলম্বে দলকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে অর্জুন সিং দাবি করেছে মোস্তাক খুব ভালো ছেলে মোস্তাককে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের নির্দেশে পুলিশ মারধর করেছে। গতকাল রাত বারোটা পর্যন্ত চাপানো উতোর চলার পর শেষ পর্যন্ত রাস্তা অবরোধ তুলে নাই মোস্তাকের অনুগামীরা। লোকসভা ভোটের আগে এই ঘটনা অবশ্যই অস্বস্তিতে রেখেছে তৃণমূলকে। শুধু তাই নয় তৃণমূলের একজন বিধায়ক বিজেপি প্রার্থীকে গোপনে সমর্থন করছে করছেন এই খবরটা ফাঁস হয়ে যাওয়ার ফলে বেশ খানিকটা চাপে পড়েছে এবং অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।