রবিবারেও চলবে তাপপ্রবাহ! সতর্কবার্তা দক্ষিণ বঙ্গ জুড়ে !
বাংলার জনরব ডেস্ক : শনিবারের পর রবিবারের গরমের হাত থেকে নিষ্কৃতি পাবেনা শহরবাসী।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গ অতি তীব্র তাপপ্রবাহ চলবে। এই মর্মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর।
শনিবার দুপুরে প্রকাশিত আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গর সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত । এ ছাড়া ছ’টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছয় জেলায় রবিবার পর্যন্ত অতিতীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সাধারণত কোনও এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতিতীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলে বলা হয় তীব্র তাপপ্রবাহ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত সাড়ে চার ডিগ্রি বেশি হবে।
শুক্রবারই ৪৪ ডিগ্রি পার করেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে, সর্বোচ্চ তাপের পারদ ৪৪-এই থামছে না। রবিবারের দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে।