কলকাতা 

তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ কলকাতায় ৪০ ডিগ্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার তাপমাত্রাও পৌঁছে গেল ৪০ ডিগ্রিতে। সল্টলেক আগেই ৪০ ছাড়িয়ে গিয়েছিল। দমদমের তাপমাত্রাও বুধবার পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রির ঘরে। শুক্রবার কলকাতার (আলিপুর) তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছুঁল। শুক্রবার বেলা আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। দিনের বাকি সময়ে পারদ আরও চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, শুক্রবার বেলা আড়াইটে পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই আছে আসানসোল। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ ছাড়া, শ্রীনিকেতনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ উঠেছে।

Advertisement

ডায়মন্ড হারবারে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং হলদিয়ায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে ২৪ ঘণ্টায় তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। আসানসোল এবং শ্রীনিকেতনে ২৪ ঘণ্টায় তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আগামী সাত দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ