জেলা 

দুর্ঘটনার কবলে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বুধবার দুপুরে পার্টি অফিস যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।দলীয় সূত্রে খবর, মাথায় সামান্য চোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, বুধবার দুপুরে মধ্যমগ্রামে দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন কাকলি। সেই সময় ঘটনাটি ঘটে। একটি প্রাইভেট গাড়ি সরাসরি কাকলি গাড়িতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে মাথায় চোট পান বিদায়ী সাংসদ। প্রাথমিক চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ