জেলা 

আদালতের নির্দেশকে অমান্য করে হাওড়ায় অস্ত্র নিয়ে মিছিল করলো স্বয়ং বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছিলেন। সেই শর্তের মধ্যে ছিল অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না কিন্তু বিজেপি প্রার্থী ও প্রাক্তন তৃণমূলের মেয়র রথীন চক্রবর্তী রামনবির মিছিলে অস্ত্র হাতে হাঁটলেন।প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে তুমুল বিতর্ক।

গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত। সেই ঘটনার জেরেই এবছর রামনবমীর মিছিলের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়। সাফ বলা হয়, মিছিলে অস্ত্র বা ডিজে ব্যবহার করা যাবে না। উসকানিমূলক কোনও বক্তব্য দেওয়া যাবে না।

Advertisement

কিন্তু বুধবার দেখা গেল অন্য ছবি। এদিন মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটি মিছিল করা হয়। তাতে ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। সেখানেই অনেকের হাতে দেখা যায় অস্ত্র। তা নিয়ে বিতর্কও তৈরি হয়। এপ্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “এটা পরম্পরা। এটা প্রতীকী। এই অস্ত্র কাউকে আঘাত করার জন্য নয়।” পাশাপাশি দেবী দুর্গার সঙ্গেও তুলনা টানেন তিনি। বলেন, “মা দুর্গার হাতেও তো অস্ত্র থাকে, তাতে কি আমরা ভয় পাই?”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ