জেলা 

“বাংলার সব মানুষ বলছে, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, ভ্রষ্টাচার, পরিবারবাদ ’’ : নরেন্দ্র মোদি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাজ্যের দুটি সভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে এবং রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদি। দুটি সভা থেকেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। রায়গঞ্জের সভাতে খানিকটা ধর্মীয় তাস খেলার চেষ্টা করেন। তিনি যেদিন বলেন, রাম নবমী পালন করার জন্য আমাদেরকে আদালতে যেতে হচ্ছে। এটাই হচ্ছে দিদি রাজত্ব।

প্রধানমন্ত্রী এদিন বলেন,‘‘বাংলায় অত্যাচার এখন ফুলটাইম ব্যবসা। এখানে রাজনৈতিক হত্যা হয়। বাংলার সব মানুষ বলছে, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, ভ্রষ্টাচার, পরিবারবাদ। ’’মোদী আরোও বলেন, ‘‘সন্দেশখালির গুণ্ডারা মহিলাদের অত্যাচার করেছে। সেই অত্যাচারের অনুমতি কে দিয়েছিল? এই তৃণমূলকে সাজা দেবেন তো?’’ মোদীর মুখে উঠে এল সুকুমার রায়ের কবিতার লাইন।

Advertisement

সিএএ নিয়ে তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল নাগরিকত্ব দেয় যে সিএএ, তার বিরোধিতা করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। অথচ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের অবাধে প্রবেশে ছাড়পত্র দিচ্ছে। বাংলার ভবিষ্যৎ নষ্ট করছে।

তিনি আরো বলেন, তৃণমূল ১০০ দিনের কাজের টাকা দিতে দিচ্ছে না। ওরা ইচ্ছা করে বাংলাকে গরিব বানিয়ে রাখতে চায়, যাতে ওদের কারবার ফুলেফেঁপে ওঠে। এখানে তোলাবাজ, গুণ্ডারা সব সিদ্ধান্ত নেয়।

মোদির প্রকল্পে বাধা দিচ্ছে তৃণমূল অভিযোগ করে তিনি বলেন, ‘‘তৃণমূল চায়, মোদীর প্রকল্প যাতে সাধারণের কাছে না পৌঁছয়। হয় তারা বন্ধ করে দেয়, নয়তো নিজেদের স্টিকার দেয়। সারা দেশে কোটি মানুষ আয়ুষ্মান যোজনায় মুক্ত চিকিৎসা পাচ্ছেন। তৃণমূল সরকার জারি করতে দিচ্ছে না।’’

মোদী জানান, ১০ বছরে যা হল, তা ট্রেলার। এখনও দেশ এবং বাংলাকে অনেক আগে নিয়ে যেতে হবে। এই কাজ শুধু বিজেপিই পারবে। পাশাপাশি, কংগ্রেস-সহ বিরোধী দলের ‘কুকর্ম’-ও প্রকাশ করেছে বিজেপি, দাবি মোদীর। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘‘বাংলার বিকাশ কে করতে পারে? আপনার জন্য রাতদিন কে দৌড়য়?’’

মোদী জানান, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছে বিজেপি। ৬ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, যাতে গরিবের ঘরে উনুন বন্ধ না হয়। কোনও বাচ্চারা অভুক্ত থাকবে না। হাজার হাজার কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে। তালিকা এতই দীর্ঘ, যে গোনা যাবে না।

মোদীর আশ্বাস, পূর্ব ভারতেও বুলেট ট্রেন চলবে। মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিনামূল্যে বিদ্যুতের জন্য সোলার প্যানেল দেওয়া হবে। এ সবই ‘মোদীর গ্যারান্টি’।

মোদী জানালেন, বিজেপির ইস্তাহার মোদীর গ্যারান্টি। মোদীর গ্যারান্টি হল, আগামী পাঁচ বছরে মোদী আবাস যোজনায় ৩ কোটি মানুষের ঘর করে দেওয়া। সকল মানুষ পাবেন ‘মুক্ত চিকিৎসা’। এখন আর কাউকে অসুখ লুকিয়ে রাখতে হবে না। তাঁর কথায়, ‘‘আপনার ছেলে দিল্লিতে রয়েছেন, তিনি চিকিৎসা করাবেন।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ