জেলা 

ডঃ আম্বেদকরের জন্মদিনে সংবিধান রক্ষার ডাক : মিছিল ও জনসভা এসডিপিআই-এর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : ১৪ এপ্রিল রবিবার ডঃ আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে একটি জনসভার আয়োজন করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার সাগরদিঘী বিধানসভা কমিটি। জনসভার পূর্বে সাগরদিঘীর পুরোনো রেলগেট থেকে একটি মিছিল বের হয়ে পুরানো বিডিও অফিস মোড় হয়ে পুরো বাজার পরিক্রমা করে পূর্ব রেল গেটে শেষ হয়। কয়েকশো কর্মী মিছিলে হাঁটেন। মিছিলে সামিল হন দলের রাজ্য সভাপতি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তায়েদুল ইসলাম , রাজ্য সহ সভাপতি ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মোঃ সাহাবুদ্দিন, ঝাড়খণ্ডের রাজমহল লোকসভা কেন্দ্রের প্রার্থী জনতু সোরেন। বিজেপি সহ তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সকলের বিরুদ্ধেই সমালোচনা করে বক্তব্য রাখেন বক্তারা।

ডঃ আম্বেদকরের বিচারধারা ও সংবিধান তৈরিতে তাঁর ভূমিকা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন তায়েদুল ইসলাম, এছাড়াও তিনি বলেন ডঃ আম্বেদকর ভারতকে নিয়ে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যদি কোনো রাজনৈতিক দল লড়াই করে থাকে সেটা সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। এসডিপিআই-এর নীতি আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন ঝাড়খণ্ডের রাজমহল লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী জনতু সোরেন। ডঃ আম্বেদকরের সম্পূর্ন জীবনযাত্রা ও দেশে রেখে যাওয়া তাঁর অবদান সম্পর্কের বিস্তারিত বক্তব্য রাখেন সমাজকর্মী বিনয় প্রামাণিক। ডঃ আম্বেদকরের তৈরি করে যাওয়া ভারতের বর্তমান অবস্থা ও এই অবস্থার পিছনে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন মোঃ সাহাবুদ্দিন। তিনি বলেন—বর্তমান ভারতে জনগণকে যেভাবে জাতের নামে বিভাজন করে দেওয়া হয়েছে, সমস্ত জায়গা ব্রাহ্মণদের হাতে চলে গেছে এর পিছনে শুধু বিজেপি নয়, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল সমস্ত রাজনৈতিক দলের মৌন সমর্থন রয়েছে। এদিন তিনি স্টেজ থেকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সমস্ত প্রার্থীকে ডিবেটের চ্যালেঞ্জ করেন, যদি তাঁদের পরাজিত করতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। এছাড়াও এসডিপিআই-এর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মোঃ সাহাবুদ্দিনের জীবন যাত্রা ও সমাজের প্রতি তাঁর অবদান বর্ণনা করেন দলের উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য জাকির হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি মোঃ জাইসুদ্দিন, সাগরদিঘী বিধানসভা সভাপতি রুহুল আমিন। সভা পরিচালনা করেন আব্দুল আজিজ, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি করেন জেলা সহ সভাপতি অশোক কুমার দাস।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ