দেশ 

রাহুলের অনুকরণে মোদির গ্যারান্টিতে গুরুত্ব পেল নারী কৃষক ও যুব সম্প্রদায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম :  বহু প্রত্যাশিত দিল্লির শাসক দল বিজেপির ইস্তেহার প্রকাশিত হল। রবিবার বাংলা নববর্ষের দিন এই ইশতেহার প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য। মোদীজি এই সংকল্প পত্র প্রকাশ করতে গিয়ে কার্যত নিজের গ্যারান্টির কথায় বারবার বললেন। একইসঙ্গে ২০৪৭ সালে এই দেশ বিকশিত ভারতের পরিণত হবে এই কথাটি বারবার উচ্চারণ করলেন অর্থাৎ আজ থেকে ২৩ বছর পরে কি হবে, সে বিষয়ে নাকি বিজেপি ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছে।

তবে তিনি নিরব রইলেন বেকারত্ব এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিষয়ে। নতুন একটা প্রকল্প সামনে নিয়ে এলেন তা হলো সৌর বিদ্যুৎ প্রকল্প। তাকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করা হলো মনে হচ্ছে যেন ফিরিয়ে তিনি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ করে দেবেন। উল্লেখ্য এই সৌর বিদ্যুৎ প্রকল্পের প্রকল্পটি মনমোহন সিং সরকারের আমলে সারা দেশ জুড়ে চালু হয়েছিল সেটা ধীরে ধীরে এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে এটা অনেক আগে থেকেই সিদ্ধান্ত হয়েছিল। অন্যদিকে তিনি জ্ঞান বা Gyan ইংরেজি এই শব্দটার নতুন একটি প্রতিশব্দ সামনে নিয়ে এলেন। এমন ভাবে তিনি প্রকাশ করলেন মনে হবে তিনি নতুন কিছু বিষয় দেশবাসীর সামনে আনতে চাইছেন। G for গরিব, Y for যুবা A for কৃষক N for নারী। অর্থাৎ রাহুল গান্ধীর স্বপ্নের প্রকল্প কৃষকের ন্যায় মহিলাদের নাই যুব সম্প্রদায়ের ন্যায় এবং সামাজিক নাই সেটাকে ঘুরিয়েই নরেন্দ্র মোদি ব্যবহার করলেন কেন অর্থাৎ যেহেতু নরেন্দ্র মোদী একজন সাধু সন্ন্যাসীর ব্যাপার রয়েছে তাই রাহুল গান্ধীর বিষয়টিকে জ্ঞান আকারে দেখিয়ে নতুন একটা বিষয় দেশবাসীর সামনে আনলেন। বিষয়টি আসলে রাহুল গান্ধীকে নকল করা হয়েছে রাহুল গান্ধী এদেশের মেয়েদের উন্নয়নের জন্য প্রকল্প নিতে চেয়েছেন রাহুল গান্ধী এদেশের যুব সম্প্রদায়ের জন্য পরিকল্পনার নিচ্ছেন রাহুল গান্ধী এদেশের কৃষকদের জন্য পরিকল্পনা নিচ্ছেন সেই বিষয়টিকে জ্ঞান নামে নিজের দিকে টেনে নেওয়ার একটা চেষ্টা করলেন নরেন্দ্র মোদি।

Advertisement

এখন দেখার বিষয় দেশের মানুষ কিভাবে নরেন্দ্র মোদির এই বিষয়টিকে দেখেন এবং আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হবে সেখানে যদি বিজেপি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে এটা প্রমাণিত হবে নরেন্দ্র মোদির বিকল্প কেউ নেই। তবে বিজেপির এই সংকল্প পত্র থেকে এটা স্পষ্ট হয়েছে যে দেশের উন্নয়নের তাদের কোন নির্দিষ্ট দিশা নেই। রাহুল গান্ধীর কাছ থেকে ধার করে নিয়ে ইস্তেহার তৈরি করতে হচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ