জেলা 

‘‘বাংলায় এসেছিলেন বড় স্বরাষ্ট্রমন্ত্রী,এসে বলেছেন, উল্টে ঝুলিয়ে রেখে দেব,আপনারাই বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কি এ কথা শোভা পায়?’’: মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত বুধবার বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ও মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে ভোট প্রচারে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ওই সভা থেকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এন আই এর ওপর আক্রমণ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। এই ধরনের হুঁশিয়ারি নিয়ে আজ পাল্টা মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহারের সভা করেন। তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত এই নির্বাচনী সভা মঞ্চ থেকে তিনি বলেন,‘‘বাংলায় এসেছিলেন বড় স্বরাষ্ট্রমন্ত্রী। এসে বলেছেন, উল্টে ঝুলিয়ে রেখে দেব। আপনারাই বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কি এ কথা শোভা পায়?’’

Advertisement

শাহের মন্তব্যের প্রসঙ্গেই সংবাদমাধ্যমের উদ্দেশে মমতার প্রশ্ন, ‘‘সংবাদমাধ্যমের বন্ধুরা কিছু বলবেন না? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, উল্টে ঝুলিয়ে দেবেন। কিছু বলবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘শাহ এমন করে বলছেন যেন ওঁরা ৫৪৩টির মধ্যে ১০৪৩টি আসন পেয়ে গিয়েছেন। আমি বলি, এত তাড়াহুড়ো কোরো না। খেলাটা এত সহজ নয়। আগে নিজের চেহারা আয়নায় দেখো।’’

আসলে অমিত শাহের মন্তব্য কে ঘিরে ইতিমধ্যেই বাঙালি সমাজের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাচক্রে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে জাতীয় তদন্তকারী সংস্থা বা এন আই এর উপর যে হামলা তৃণমূলের কর্মী সমর্থকরা করেছে তা নিঃসন্দেহে নিন্দা জনক। কোন তদন্তকারী সংস্থাকে এভাবে আটকানো যায় না। আবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় উল্টো করে সোজা করে দেব বলেছেন। সেটাও কিন্তু বাঙালি সংস্কৃতির বিরোধী। এর ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এমনিতেই এই রাজ্যে বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা তাতে করে তারা আগামী দিনের কতটা ভালো ফল করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অমিত শাহের মুখ থেকে এই ধরনের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের কাছে আশীর্বাদ হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান। কারণ ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা এবং তৃণমূল সম্পর্কে যত আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে বিজেপি ততোই ক্ষতি হয়েছে বিজেপির।।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ