নিঃশর্ত ক্ষমা প্রার্থনা : আকড়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের
আমি মতিয়ার রহমান, আকড়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক। কিছুদিন আগে আকড়া হাই মাদ্রাসায় বসন্ত উৎসব উপলক্ষে একটি অনলাইন নিউজ পেপারে প্রতিবেদন লিখেছিলাম।
ঘটনাটি ছিল – মাদ্রাসার কয়েকজন হিন্দু সহশিক্ষক -শিক্ষিকার আবেদনে সাড়া দিয়ে আমরা তিনজন মুসলিম শিক্ষক – শিক্ষিকাও বসন্ত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। উল্লেখ্য সর্বসাকুল্যে মিনিট সাত আটের অনুষ্ঠানটি টিচার্স রুমেই সংঘটিত হয় এবং আমরা মুখ ধুয়েই বাইরে আসি।
পরে জানতে পারি, মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকাদের আবির মাখার ঘটনায় অনেকে মনে আঘাত পেয়েছেন। আমরা কারোর মনে ধর্মীয় বা সামাজিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে এই কাজ করিনি। তবু যাঁরা মনে আঘাত পেয়েছেন তাঁদের কাছে আমরা আমাদের কৃতকর্মের জন্যে সকলেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে বাধিত করবেন।
বিনীত –
মতিয়ার রহমান, সামসুর রহমান, পীযুষ গায়েন, বেগম রওশন মিতা, অর্চনা ভঞ্জ চৌধুরী, নবনীতা ঘোষ, অর্পিতা দে, সুচরিতা মাহাতো, শর্মিষ্ঠা চৌধুরী।