আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া
বাংলার জনরব ডেস্ক : দেরিতে হলেও আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। আজ বুধবার দুপুরে এই বিদায়ী সংসদের নাম ঘোষণা করা হয়েছে জন্মসূত্রে তিনি আসানসোলে ভূমিপুত্র। স্বাভাবিকভাবে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করায় তৃণমূলের প্রার্থী চাপে পড়ে গেল।
প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে প্রাথমিক প্রতিক্রিয়ায় অহলুওয়ালিয়া বলেছেন, “এই মাত্র জেনেছি। প্রার্থীর তালিকা দেখেই জানলাম। বৃহস্পতিবারেই আসানসোল যাচ্ছি।” সুরেন্দ্রের ক্ষেত্রে এটাও উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে তিনি নিজে থেকে দার্জিলিঙে প্রার্থী হতে চাননি।
সব প্রার্থীর নাম ঘোষণার শেষে বিজেপি জানায় বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী হবেন তিনি। সে বার দিন পনেরো সময় পেয়েছিলেন প্রচারে। এ বারেও নাম ঘোষণা আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের মাঝে সময় ঠিক ১৫ দিন। বর্ধামান-দুর্গাপুর আসনে এ বার দিলীপ ঘোষকে প্রার্থী করার পরে তিনি কোনও কথাই বলেননি। তবে ঘনিষ্ঠ মহলে ‘আত্মবিশ্বাসী’ সুরেন্দ্র জানিয়েছিলেন, দল তাঁকে প্রার্থী করবেই আর তিনি জিতে আসবেনই।