সোমবার সারাদিন জেরা করার পর আবার বুধবারে শাজাহানের স্ত্রী তসলিমাকে তলব করলো ইডি
বাংলার জনরব ডেস্ক : শাজাহান শেখের স্ত্রী তসলিমা বিবিকে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত টানা জেরা করার পর আজ মঙ্গলবার সকালে আবার সমান পাঠালো ইডি। এই সমনে বলা হয়েছে আগামীকাল বুধবার শাহজাহানের স্ত্রীকে ফের জেরা করা হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্স ।
শাহজাহানের স্ত্রীর নাম তসলিমা বিবি একজন গৃহবধূ। সন্দেশখালির সরবেরিয়াতেই থাকেন। ইডির উপর সরবেরিয়ায় হামলার ঘটনার পর যখন শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন, তখন এক বার এই স্ত্রীর অসুস্থতার কারণও দেখিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান। আদালতকে জানিয়েছিলেন, স্ত্রীর অসুস্থতার জন্যই আপাতত তিনি হাজিরা দিতে পারছেন না। তবে এই প্রথম প্রকাশ্যে এলেন শাহজাহানের স্ত্রী তসলিমা।
শাহজাহানের মাছের ব্যবসায় মেয়ে সাবিনার নাম থাকলেও তসলিমার নামে কোনও ব্যবসার সন্ধান এখনও পর্যন্ত ইডির নজরে এসেছে কি না স্পষ্ট নয়। তবে ইডি সূত্রে খবর, শাহজাহানের ব্যবসার অজানা আরও তথ্য হাতে পেতেই ডেকে পাঠানো হয়েছে তসলিমাকে। কারণ ইডির অনুমান, শাহজাহানের ব্যবসার অনেক গোপন কথাই জানতে পারেন তসলিমা।
এই মর্মেই সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তসলিমাকে সিজিওতে জেরা করেন ইডির গোয়েন্দারা। রাতে কালচে নীল বোরখায় আপাদমস্তক আবৃত (শুধু চোখের অংশটুকু খোলা) তসলিমাকে শাহজাহানের মাদক ব্যবসা নিয়ে বার বার প্রশ্ন করা হলেও তিনি একটিও জবাব দেননি। সিজিও চত্বরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে টুঁ শব্দটিও করেননি শাহজাহান পত্নী। কোনও এক আত্মীয় তাঁর হাত ধরে হনহনিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছেন। তসলিমাও ক্যামেরা এড়িয়ে মুখ বুজে হেঁটে গিয়েছেন।
তবে ইডি তসলিমার পাশাপাশি সিজিওতে ডেকে পাঠিয়েছে শাহজাহানের এক ব্যবসায়ী সহযোগীকেও। নাম হাসান। শাহজাহানকে মাছের ব্যবসায় চিংড়ি মাছ জোগান দিতেন এই হাসান। ইডির গোয়েন্দাদের একাংশ মনে করছে, শাহজাহানের ব্যবসা এবং ব্যবসার টাকা নিয়ে অনেক তথ্যই থাকতে পারে হাসানের কাছে।