জেলা 

বাগনানের বিশিষ্ট শিক্ষাগুরু সজল মুখার্জির প্রয়াণে এলাকায় শোকের ছায়া

শেয়ার করুন

নায়ীমুল হক : হাওড়া জেলার বাগনানে মুখার্জি পরিবারের বিশিষ্ট বিদ্বজ্জন সজল মুখার্জি আজ সকালে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বাগনানের কানাইপুর গ্রামের এক অতি সাধারণ পরিবারে তাঁর জন্ম। গ্রামের আর দশটা পরিবারের মতো বেড়ে উঠলেও শিক্ষার প্রতি তৈরি হয় একদম ছোটবেলা থেকে তীব্র আকাঙ্ক্ষা। কেবলমাত্র নিজে নয়, আশপাশের সকলকে শিক্ষার সঙ্গে সঙ্গে জীবনের পথ দেখানো ছিল তাঁর জীবনের সাধনা। ধর্মমত নির্বিশেষে যে কারো প্রয়োজনে নিজেকে উজাড় করে দেওয়াতেই ছিল তাঁর আনন্দ। এতেই ঈশ্বরের নৈকট্য পাওয়া যায় বলে বিশ্বাস করতেন তিনি। নিজে কৃতী ছাত্র হওয়া সত্ত্বেও পারিবারিক অনটনের কারণে বারো ক্লাসের পর নিজের পড়া বন্ধ রেখে ভাইদেরকে মানুষ করার দিকে নজর দেন তিনি। পরের ভাইকে গ্রাজুয়েশন করার পর দীর্ঘ ১০ বছর পর নিজে গ্র্যাজুয়েট হন।

এরপর আবার ছোট ভাইকে মাস্টার ডিগ্রি পড়ানোর পর মেজ ভাইকে মাস্টার্স করার পথ দেখান। দুই ভাই-ই আজ শিক্ষা জগতে বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন। শুধুমাত্র নিজ পরিবারের ভাইদেরকেই নয়, তাঁর দেখানো পথে উপকৃত হন এলাকার বিভিন্ন মানুষজন। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় তাঁরা আজ সমাজে বিশেষভাবে প্রতিষ্ঠিত। তাঁদের সেই প্রকৃত পথপ্রদর্শক দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় আজ প্রত্যেকেই মুহ্যমান। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ