কলকাতা 

ভূপতিনগর কান্ড : এনআইএর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ভূপতিনগর কাণ্ডে এনআই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবারের এই ঘটনার পরে পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছিলেন। আজ রবিবার সকালেই সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন বাংলা বিরোধীরা ষড়যন্ত্র করে করে এই ধরনের কাজ করেছে। তারপর রীতিমতো সাংবাদিক সম্মেলনে ভিডিও প্রকাশের হুঁশিয়ারি দিয়ে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর এসপির বৈঠক হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন কুনাল ঘোষ। আর এইসব ঘটনার তথ্য-প্রমাণ সামনে এনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে জানা গেছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, গত ২৬ মার্চ এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এসপি ধনরাম সিং-এর বাড়ির ঠিকানা তুলে ধরে এদিন কুণাল জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় সাড়ে ৬ টায় ওই বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই বাংলার কোন তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএ হানা দেবে তার তালিকা দেওয়া হয় বলে দাবি কুণালের। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটও এনআইয়ের ওই অফিসারকে দেন বিজেপি নেতা। সেই প্যাকেটে টাকা ছিল কি না তা পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূলের মুখপাত্র।

Advertisement

আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিল তৃণমূল। শনিবার ভূপতিনগরের ঘটনায় এনআইএ-র অভিযান ও দুই নেতাকে গ্রেফতারিতে ‘ষড়যন্ত্র’ তত্ত্বের পালটা চাপ দিতে শুরু করলেন শাসক শিবিরের নেতারা। সূত্রের খবর, এনিয়ে সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, বার বার এমনই অভিযোগ করেছে তৃণমূল। আর ভূপতিনগরের ঘটনায় এনআইএ যে বিজেপির সঙ্গে যোগসাজশ করে তৃণমূল কর্মী-নেতাদের ‘ফাঁসানোর’ ষড়যন্ত্র করছে, তার সত্যতা নিয়ে কারও সংশয় থাকলে থাকলে, ভিডিও রিলিজের হুঁশিয়ারি দিয়েছেন কুণাল। তবে শুধু মৌখিক অভিযোগেই থেমে থাকছে না ঘাসফুল শিবির। ভোটের মুখে এনিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে বলেও তৃণমূল সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ