‘বিজেপি কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না’ কেন্দ্রীয় এজেন্সিকে বার্তা মমতার
বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার উত্তর দিনাজপুরে রায়গঞ্জে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে পেরে কেন্দ্রীয় এজেন্সিকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন‘‘আমি ভয় দেখাচ্ছি না। কিন্তু যে আধিকারিকেরা এটা করছেন, তাঁদের বলছি, বিজেপি কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না। আরশোলা কামড়ালেও মানবাধিকার কমিশন আসছে। আমরা সব নজরে রাখছি। ভুলে যাচ্ছি না।’’
ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, যাঁদের গ্রেফতার করা হচ্ছে, তাঁদের পরিবারের সদস্যদেরই ভোটের এজেন্ট করা হবে। বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
ইডি, আয়কর দফতরকে বিজেপির ফান্ডিং বক্স বলে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘ওঁরা তল্লাশি অভিযান চালিয়ে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে।’’
জলপাইগুড়ির ঘূর্ণিঝড়ে চার জনের মৃত্যু প্রসঙ্গে মমতা বলেন, ‘‘দুর্যোগের পরে এলেন কোচবিহারে, দুর্যোগ নিয়ে একটা কথা নাই ওঁর মুখে! আসলে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার টাকা দেবে। আর উনি নাম কিনবেন।’’