“মমতার গ্যারেন্টি মোদীর গ্যারেন্টির মতো মিথ্যাচার নয়,আমরা শুধু ভোটের সময় আসি না, সারা বছর পাশে থাকি’’ জলপাইগুড়ির সভায় দাবি তৃণমূল নেত্রীর
বাংলার জনরব ডেস্ক : নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ শুক্রবার সকালে কোচবিহারের সভা করেন এর পরে যান জলপাইগুড়ি। জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বে নজির ভাবে আক্রমণ করেন।
এদিন জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “গ্যাসের দাম কত? আবার নির্বাচন হয়ে যাবে, গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম বাড়বে। ইলেকশন এলে ২০০ টাকা দাম কমে, চলে গেলে ১০০০ টাকা বাড়ে!”
হিমোগ্লোবিন, হার্টের ওষুধ, অ্যান্টাসিড থেকে ভিটামিন, ১ এপ্রিল থেকে সব ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। গ্যাস থেকে ওষুধ, বিজেপি জমানায় লাগামছাড়া মূল্যবৃদ্ধির সমালোচনা করে মমতা বলেন, “‘মোদী কী দেয়? শুধু ভাষণ দেয়! মিথ্যে কথা বলে। গ্যারান্টির কথা বলে। কীসের গ্যারেন্টি? জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে , তাদের জন্য গ্যারান্টি কোথায়। ঝড়ের সময় তোমরা আসবে না, আর গ্যারান্টির দাবি করবে। মনে রাখবেন মমতার গ্যারেন্টি মোদীর গ্যারেন্টির মতো মিথ্যাচার নয়। আমরা শুধু ভোটের সময় আসি না, সারা বছর পাশে থাকি।’’
মোদীকে আক্রমণ করে মমতা আরও বলেন, “মোদী গণতন্ত্রের হত্যাকারী, অপরাধ দেখেও নাক ডেকে ঘুমোন! শুধু দাঙ্গা লাগানো, মানুষ মারা, মহিলাদের নির্যাতন করা এদের কাজ। ২ কোটি লোককে চাকরি দেবে বলেছিল। ১৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে বলেছিল। ১ লক্ষ পেয়েছেন? ১টাকাও দেয়নি। ভোটের সময় লুকিয়ে লুকিয়ে টাকা দেবে। ওটা পাপের টাকা। টাকার বিনিময়ে ভোট দেবেন না।”
আক্রমণ শানিয়েছেন বাম-কংগ্রেস এবং আইএসএফকেও। মমতা বলেন, “এদের সঙ্গে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম পার্টি। দিল্লিকে পথ দেখাবে বাংলায়। দয়া করে ভোট ভাগ হতে দেবেন না। কারণ বিজেপি সুবিধা পেলে কেউ বাঁচবেন না।