‘সব মিথ্যে! আমাকে ফাঁসানো হয়েছে’ দাবি শাহজাহান শেখের
বাংলার জনরব ডেস্ক ; রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে নিজেকে দাবি করলেন সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখ। বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালির তৃণমূল নেতাকে। গাড়িতে ওঠার সময় হঠাৎই মুখ খোলেন সন্দেশখালির নেতা। উঁচু স্বরে বলেন, ‘সব মিথ্যে! আমাকে ফাঁসানো হয়েছে।’
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। এর মধ্যে রেশন দুর্নীতি ছাড়াও রয়েছে মাছের ব্যবসার আড়ালে চালানো দুর্নীতি। ইডির দাবি, মাছের ব্যবসাকে পর্দা হিসাবে ব্যবহার করে শাহজাহান তাঁর নানা কুকর্মের মাধ্যমে অর্জিত বেআইনি অর্থ বা কালো টাকা সাদা করেছেন। ইডির সন্দেহ, এ ভাবে কোটি কোটি টাকা ঘুর পথে আইনসিদ্ধ করেছেন তিনি।
তবে বুধবার শাহজাহান দাবি করেছেন, এই সব অভিযোগই মিথ্যা। তাঁর কথায়, ‘‘আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।’’ এর পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে শাহজাহান বলেন, ‘‘বুঝতেই পারছেন, কারা যড়যন্ত্র করছে!’’কারা ষড়যন্ত্র করতে পারে শাহজাহানের বিরুদ্ধে! সন্দেশখালির নেতা ইঙ্গিত দিলেও মুখে কারও নাম নেননি।
রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতারির পর ইডি শাহজাহানের নাম জানতে পারে। সেই সূত্রেই শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গত ৫ জানুয়ারি শাহজাহানের গ্রামে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। গ্রামবাসীরা ইট, লাঠি, পাথর নিয়ে হামলা চালায় তাঁদের উপর। ইডি অভিযোগ করেছিল, ধরা পড়ার ভয়ে শাহজাহানই ওই হামলার ঘটনাটি সংগঠিত করেছে।