কলকাতা 

শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। অবাধে হাসপাতালের মধ্যে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ পরিবারের লোকজনের বিরুদ্ধে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক কম্পিউটার, বিভিন্ন আসবাব।এমনকি, পরিবারের লোকজনের নিগ্রহের হাত থেকে বাদ যাননি হাসপাতালের শিশু চিকিৎসক থেকে নার্স কেউই। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পার্কসার্কাস চত্বর। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।

বুধবার মধ্যরাতে পার্কসার্কাস এলাকার বাসিন্দা সানা সাজাদ চার বছরের এই শিশু কন্যা শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এর কিছুক্ষণ পরেই চিকিৎসকরা জানায়, যে শিশুটি মারা গিয়েছে। ডাক্তারদের কথায় পি আই সি ইউ ইউনিটে কার্যত আশঙ্কাজনক অবস্থাতেই ভর্তি ছিল শিশু কন্যাটি। আর এর কিছুক্ষণ পরেই মৃত্যু সংবাদ পাওয়ার পর তার পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় হাসপাতালে একাধিক গুরুত্বপূর্ণ জিনিসপত্র। যদিও এই শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।

Advertisement

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =